Last Updated: May 20, 2013 16:25

সোমবার ইরাকের বাগদাদ আর বাসরাতে গাড়ি বোমা বিস্ফোরণে মারা গেলেন অন্ততপক্ষে ৩৪ জন। আহত হয়েছেন শতাধিক মানুষ।
আজ সকালে ইরাকের রাজধানীতে ব্যস্ত বাস স্টপ, বাজারচত্বর, রাস্তায় পরপর নটি গাড়ি বোমা বিস্ফোরণে মারা গেছেন ২৪ জন।
অন্যদিকে, বাসরার দক্ষিণ অংশে দু`টি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। পুলিস সূত্রে খবর, বাসরাতে এই বিস্ফোরণের ফলে তৎক্ষণাৎ প্রাণ হারান ১০ জন। আহত হয়েছেন ২৭ জন।
এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে বিস্ফোরণের ব্যপকতা ও পদ্ধতি দেখে অনুমান করা হচ্ছে এই নৃশংস ঘটনার পিছনে হয়ত আল কায়েদা রয়েছে।
First Published: Monday, May 20, 2013, 16:25