Last Updated: July 16, 2013 22:27

মিলখা সিং যখন অলিম্পিকে পদক হারানোর বেদনা বুঝেছিলেন, তখনও জন্ম হয়নি ট্র্যাকের ভগবান কার্ল লুইসের। তাঁর নিজের ঝুলিতে রয়েছে ১০টি অলিম্পিক পদক। আর সেইজন্যই হয়ত অন্তর থেকে অনুভব করতে পারেন পদক না পাওয়ার যন্ত্রনা। ভাগ মিলখা ভাগ দেখে মুগ্ধ হয়ে গেলেন লুইস। নিজের আবেগ প্রকাশ করতে ফোন করলেন ভারতের উড়ন্ত শিখকে।
ছবির পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা বললেন, হ্যাঁ, কার্ল লুইস ছবি দেখার পর মিলখা সিংকে ফোন করেন। আমরা আশা করেছিলাম মিলখার জীবন কাহিনি অনেককে অনুপ্রাণিত করবে। কিন্তু ভাবতেও পারিনি এতদূর পর্যন্ত অনুপ্রেরণা ছড়িয়ে যাবে। এখন পুরো মিলখা টিম ছবির সাফল্য উদযাপন করছে। মুক্তির প্রথম সপ্তাহেই বক্সঅফিসে ৩৩.৩৪ কোটির ব্যবসা করেছে ভাগ মিলখা ভাগ।
ছবির সহ প্রযোজক ভায়াকম এইটটিনের সিওও অজিত
অধারে জানালেন, এটা শুধু একটা ছবি নয়। এটা একটা বিপ্লব। খুব কমই এমন ছবি হয় যেটা বিনোদনের গণ্ডি পেরিয়ে যেতে পারে। লগান, রং দে বসন্তির পর এই প্রথম কোনও ছবি এই ধরনের প্রভাব তৈরি করল।
First Published: Tuesday, July 16, 2013, 22:27