Last Updated: March 20, 2014 21:46

অম্বিকেশ মহাপাত্র কান্ডে পুলিশের রিপোর্টে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। কার্টুন কাণ্ডের পর তত্কালীন অতিরিক্ত পুলিশ কমিশনার সুধীর মিশ্র একটি রিপোর্ট জমা দেন মানবাধিকার কমিশনে। রিপোর্টে অম্বিকেশ মহাপাত্রের প্রতিবেশী সুব্রত সেনগুপ্তের বয়ানে তাঁর সই কোথায়, সে প্রশ্ন তোলেন বিচারপতি দীপঙ্কর দত্ত ।
প্রশ্নের উত্তর দিতে পারেননি অ্যাডভোকেট জেনারেল। এনিয়ে রীতিমতো তির্যক মন্তব্য করেন বিচারপতি। বিচারপতির এধরনের মন্তব্যে নতুন করে অস্বস্তিতে রাজ্য। এরপর রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল নতুন করে হলফনামা পেশের ইচ্ছা প্রকাশ করেন। যদিও আদালত এবিষয়ে নতুন কোনও নির্দেশ দেয়নি। আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানি।
First Published: Thursday, March 20, 2014, 21:46