Last Updated: March 4, 2013 23:52

কার্টুনকাণ্ডে রিপোর্ট দেওয়ার জন্য রাজ্য মানবাধিকার কমিশনের কাছে ৬ সপ্তাহ সময় চাইল রাজ্য সরকার।
ই মেলে মুখ্যমন্ত্রীর কার্টুন ফরওয়ার্ড করার অপরাধে গ্রেফতার করা হয় অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র এবং সুব্রত সেনগুপ্তকে। ওই ঘটনায় রাজ্য সরকারের কাছে দুটি সুপারিশ পাঠায় রাজ্য মানবাধিকার কমিশন। সুপারিশে বলা হয়, ওই দু`জনকে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং দোষী দুই পুলিসকর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
গত বছরের অগাস্ট মাসে পাঠানো ওই সুপারিশ নিয়ে এপর্যন্ত কোনও প্রতিক্রিয়াই জানায়নি রাজ্য সরকার। রাজ্য স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, সম্প্রতি এবিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ছ সপ্তাহ সময় চেয়ে রাজ্য মানবাধিকার কমিশনকে চিঠি দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। ওই সময়সীমা গ্রাহ্য করেছে কমিশন।
First Published: Monday, March 4, 2013, 23:52