Last Updated: April 27, 2013 12:34

কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় টাঙানো হয়েছে কুরুচিকর ব্যঙ্গচিত্রের ব্যানার। ব্যঙ্গচিত্রে প্রদেশ কংগ্রেস সভাপতিকে `দৈত্য`, রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে `চুলবুলি পাণ্ডে`, বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার মাথায় খড়ম এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে `কাপালিক` হিসাবে দেখানো হয়েছে।
অভিযোগের তির যাদবপুরের ১০৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা কলকাতা পুরসভার ১১ নম্বর বরোর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর দিকে। এলাকার দলীয় কাউন্সিলরদের নিয়ে দিন কয়েক আগে সভা করেন তারকেশ্বর চক্রবর্তী। সেই সভার আগেই টাঙানো হয় এই ব্যঙ্গচিত্রটি। যাদবপুরের পরিবর্তনকামী জনগণের তরফে ব্যঙ্গচিত্রটি টাঙানো হয়েছে বলে উল্লেখ রয়েছে।
First Published: Saturday, April 27, 2013, 12:34