চলে গেলেন কার্টুনিস্ট কুট্টি, Cartoonist kutty passed away

চলে গেলেন কার্টুনিস্ট কুট্টি

চলে গেলেন কার্টুনিস্ট কুট্টিপ্রয়াত হলেন কার্টুন শিল্পী পি কে এস কুট্টি। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসনে মৃত্যু হয় নব্বই বছরের প্রবীন এই শিল্পীর। উনিশশো সাতানব্বই সাল থেকে পরিবার সহ মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করা শুরু করেন কুট্টি। দেশের আরেক বিখ্যাত কার্টুন শিল্পী শঙ্করের কাছে প্রশিক্ষণ পাওয়া কুট্টির পেশার শুরু উনিশশো একচল্লিশ সালে। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রে প্রথম চাকরি। এরপর দেশের বিভিন্ন সংবাদ পত্রে কার্টুন শিল্পী হিসেবে যুক্ত ছিলেন তিনি। প্রথম সারির সংবাদ পত্রের পাশাপাশি বন্ধুবান্ধবদের প্রকাশিত বহু মালয়ালম ম্যাগাজিনে নিয়মিত কার্টুন আঁকতেন কুট্টি। অর্ধশতক ধরে দেশে জনপ্রিয় এই কার্টুন শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া সব মহলে।

First Published: Sunday, October 23, 2011, 10:59


comments powered by Disqus