Last Updated: July 27, 2012 22:03

গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে সুবাস ঘিসিং যে মামলা করেছিলেন, তার ফের শুনানি ১০ অগাস্ট। আজও এ নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানি হয়। বিচারপতিরা বলেন, পরবর্তী শুনানির আগে জিটিএ নির্বাচন করতে কোনও বাধা নেই। তবে মামলার রায় যদি সুবাস ঘিসিং-এর পক্ষে যায়, সেক্ষেত্রে সরে দাঁড়াতে হবে নবনির্বাচিত বোর্ডের প্রতিনিধিদের।
আগামী ২৯ জুলাই জিটিএ নির্বাচন। ইতিমধ্যেই বিমল গুরুং-সহ গোর্খা জনমুক্তি মোর্চার ২৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিটিএ`তে নির্বাচিত হয়েছেন। প্রাথমিকভাবে জিটিএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েও পরে মোর্চার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে সিপিআইএম-সহ বাম দলগুলি প্রার্থী প্রত্যাহারের রাস্তায় হেঁটেছে। মোর্চার হুমকির ফলে একটি আসনে তৃণমূল প্রার্থীও মনোনয়ন প্রত্যাহারে বাধ্য হয়েছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে জিএনএলএফ সভাপতির দায়ের করা মামলায় হাইকোর্টের রায়ের উপরই নির্ভর করছে জিটিএ-র ভবিষ্যত্।
First Published: Friday, July 27, 2012, 22:03