মেকআপ ছাড়া সানি লিওনের ছবি খুব দেখছে ওয়েব ভারত

মেকআপ ছাড়া সানি লিওনের ছবি খুব দেখছে ওয়েব ভারত

মেকআপ ছাড়া সানি লিওনের ছবি খুব দেখছে ওয়েব ভারত----------------------------------------------------------

আচ্ছা সানি লিওনকে মেকআপ ছাড়া কেমন দেখায়! এমন একটা প্রশ্নের উত্তর সানি নিজেই দিয়ে দিলেন। টুইটারে নিজের মেকআপ ছাড়া ছবি পোস্ট করে ইন্দো-কানাডিয়ান পর্নোস্টার লিখলেন, এই হল আসল সানি আপনি কী চিনতে পারছেন।

লস অ্যাঞ্জেলসে স্বামী ড্যানিয়েল ওয়েবরের সঙ্গে ছুটি কাটিয়ে মুম্বইয়ে আসার পথে এই ছবিগুলি টুইটারে পোস্ট করেন সানি। ক দিন পরেই সানিকে দেখা যাবে গ্র্যান্ড মস্তির লেখক মিলাপ জাফরির `মস্তিজাদা` সিনেমায়। এই সিনেমায় এই পর্নস্টারকে দেখা যাবে লায়লা নামের এক চরিত্রে। সানি বলছেন, মস্তিজাদা সিনেমাই তার কেরিয়ারে সবচেয়ে বড় ব্রেক হতে চলেছে। রাগিনি এমএমএস- টু সুপারহিট করার পর সানি চাইছেন মস্তিজাদা সিনেমা আরও বড় হিট করতে। মেকআপ ছাড়া সানি লিওনের ছবি খুব দেখছে ওয়েব ভারত
-----------------------
সানি লিওনের টুইট

First Published: Sunday, May 11, 2014, 10:54


comments powered by Disqus