Caught on Video: Heart-Stopping Moment When Two Planes Almost Collide

দুর্ঘটনার মুখোমুখি দুটি বিমান, চালকের দক্ষতায় বাঁচল শতাধিক প্রাণ

ঘটনাস্থল বার্সিলোনা বিমানবন্দর। ফ্লাইটদের গতিবিধির অনুমতি দিতে ব্যস্ত এটিএস। ইউটেয়ার এয়ারলাইন্সের বিমানটি তখন মাটি ছুঁই-ছুঁই। হঠাৎই পাইলটের নজরে এল রানওয়েতে চলে এসেছে আর্জেন্টিনার একটি বামান। সময়ের ব্যবধান মাত্র কয়েক সেকেন্ড। মেক্সিকো থেকে ফেরা শতাধিক যাত্রীর ভরসা তখন খোদ খোদা। পাইলটের কৌশলে ইউটেয়ার সংস্থার বিমানটি ফের আকাশে উড়ে যায়।

সেই ভিডিওটি ধরা পরেছে বিমানবন্দরের একটি ক্যামেরায়। ভিডিওটিতে দেখা গিয়েছে, একই সময়ে ইউটেয়ারের বিমানটির অবতরনের রানওয়েতে চলে আসে আর্জেন্টিনার একটি বিমান। রান ওয়ে দিয়ে তেল ভরতে যাচ্ছিল আর্জেন্টিনার বিমানটি। যদিও ইউ টেয়ারের বিমানটি উড়ে যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো যায়। প্রাণে বাঁচেন বহু যাত্রী।

বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, কয়েক ইঞ্চির ব্যাবধানে চালকের দক্ষতায় বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অবতরণের সময় হলিউডি সিনেমার মতো এত কাণ্ড যে ঘটে গিয়েছে, সে বিষয়ে কিছুই যানতেন না বিমানযাত্রীরা। অনেকেই বলাবলি শুরু করে দেন, অবতরণের ঘোষণা হয়ে যাওয়ার পরও কেন বিনাম আবার মাঝ আকাশে উড়ে গেল! বন্দরে নেমে যখন গোটা বিষয়টা যানলেন, তখন শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত নেমে যাচ্ছে। কয়েক জনের মুখ থেকে শুধু শোনা গেল, "থ্যাঙ্ক গড।`

নিচে দেখুন সেই ভিডিও-

First Published: Monday, July 7, 2014, 23:09


comments powered by Disqus