ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে ধরা পড়লেন শুল্ক দফতরের দুই অধিকর্তা

ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে ধরা পড়লেন শুল্ক দফতরের দুই অধিকর্তা

ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে ধরা পড়লেন শুল্ক দফতরের দুই অধিকর্তা। গ্রেফতার এক আইনজীবীও। পুরুলিয়া সেন্ট্রাল এক্সাইজের দফতরেই দীর্ঘদিন ধরে ঘুষ চক্র চলছিল বলে অভিযোগ পায় সিবিআই। গতকাল সন্ধ্যায় ওই দফতরে হানা দেয় সিবিআইয়ের ১২ জনের একটি দল।

রাতভর চলে অভিযান। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় দফতরের অন্যান্য কর্মীদের। এরপর আজ সকালে গ্রেফতার করা হয় দফতরের সুপার এস কে দাস ও ইন্সপেক্টর রমেশ যাদবকে।

শুল্ক দফতরের পাশাপাশি এদিন অভিযান চালানো হয় সন্দীপ চৌবে নামে এক আইনজীবীর বাড়িতেও। ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ওই আইনজীবী। ধৃতদের আজ আদালতে তোলা হবে।

First Published: Wednesday, May 21, 2014, 16:01


comments powered by Disqus