খনি দুর্নীতি মামলায় সিবিআই জেরা জগনকে, cbi grilled jagan reddy

খনি দুর্নীতি মামলায় সিবিআই জেরা জগনকে

খনি দুর্নীতি মামলায় সিবিআই জেরা জগনকেকর্নাটকের আকরিক লোহা কেলেঙ্কারির অভিঘাত এবার অন্ধ্রপ্রদেশে!
অবৈধ লৌহ আকরিক খনি মামলার জেরে এবার সিবিআই জেরার মুখে পড়লেন জগনমোহন রেড্ডি। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ হায়দরাবাদের সিবিআই কার্যালয়ে আসেন কাডাপ্পা থেকে নির্বাচিত ওয়াইআরএস কংগ্রেসের সাংসদ। এর আগেও আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির মামলায় জেরার মুখে পড়েছেন প্রয়াত রাজশেখর রেড্ডির ছেলে। কিন্তুসিবিআই সূত্রে জানান হয়েছে, খনি কেলেঙ্কারির মামলাটি এর সঙ্গে সম্পৃক্ত নয়। জগনমোহনের বিরুদ্ধে কর্নাটকের বেআইনি খনিতে তোলা আকরিক লোহা অন্ধ্রপ্রদেশের বন্দর মারফত বিদেশে পাঠানোর অভিযোগ রয়েছে। গত ৫ সেপ্টেম্বর বল্লারিতে বেআইনি আকরিক উত্তোলনের অভিযোগে লোকায়ুক্ত আদালতের নির্দেশে কর্নাটকের প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডিকে গ্রেফতার করে পুলিস। জনাদর্ন রেড্ডি ও তাঁর ভাইদের মালিকানাধীন ওবালাপুরম মাইনিং-এর সঙ্গে ব্যবসায়ীক যোগাযোগ ছিল জগনের।

First Published: Friday, November 4, 2011, 14:58


comments powered by Disqus