Last Updated: May 8, 2013 15:57

কয়লা কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হলফনামা খতিয়ে দেখল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্মিনী কুমারকে রিপোর্ট দেখানোর প্রসঙ্গে সিবিআইকে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ করে সুপ্রিমকোর্ট বলে,``সিবিআইয়ের প্রভু অনেকেই। মালিকের সুরেই সিবিআই খাঁচার বন্দি তোতার বুলি আওড়ায়।"
সোমবার হলফনামাটি জমা পড়ে সুপ্রিমকোর্টে। কয়লা দুর্নীতি সহ একাধিক ঘটনায় সিবিআই তদন্তের ওপর আশঙ্কা প্রকাশ করেছে শীর্ষ আদালত।
এদিন সুপ্রিম কোর্ট জানায়:
১.এক তোতাপাখির বহু প্রভু রয়েছে। মালিকের সুরেই সিবিআই খাঁচার বন্দি তোতার বুলি আওড়ায়।
২. সিবিআই যদি সরকারের কাছে জবাবদিহি করতে থাকে, তাহলে তার তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক।
৩. আদালত উল্লেখ করেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সি বি আই আধিকারিকদের সঙ্গে দেখা করা হয়।
First Published: Wednesday, May 8, 2013, 15:57