Last Updated: May 8, 2013 16:40

সারদা কাণ্ডে সিবিআই তদন্তের শুনানি পিছিয়ে গেল ১৪ মে পর্যন্ত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে আজ রায় ঘোষণার কথা ছিল। আদালতের তরফে জানানো হয়েছে সারদা চিটফান্ড প্রতারণায় সিবিআই তদন্তের দাবিতে যে জনস্বার্থ মামলা দায়ের হয় সেখানে আবেদনকারীরা সারদা গ্রুপ অফ কোম্পানিজের নামে অভিযোগ দায়ের করেছে।
আদালত জানিয়েছে সারদা গ্রুপ অফ কোম্পানিজ নামে বাস্তবে কোনও কোম্পানির অস্তিত্ব নেই। তাই সারদা গ্রুপের নির্দিষ্ট কোনও কোম্পানির নামে ফের নতুন করে আবেদনকারীদের হলফনামা পেশের নির্দেশ দিয়েছে আদালত। ১৩ তারিখ আদালতে নতুন হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে। হলফনামা পেশের পর ১৪ তারিখ এই মামলার ফের শুনানি হবে। এপ্রিল মাসের ২৫, ২৬ ও ২৮ তারিখ সারদা চিটফান্ড কান্ডে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়। এর আগে দোসরা মে য়ে শুনানি হয়েছিল, তাতে সরকারের পক্ষ থেকে আদালতে হলফনামা পেশ করা হয়।
First Published: Wednesday, May 8, 2013, 16:40