CCTV instalted in Bidannagar

নিরাপত্তা রাড়াতে বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ড জুড়ে সিসিটিভি

এলাকার নিরাপত্তা বাড়াতে এবার নাগরিকদের অস্ত্র সিসি টিভি। বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ড জুড়ে সিসিটিভি বসানোর উদ্যোগ নিয়েছেন স্থানীয় কাউন্সিলর। নতুন এই ব্যবস্থায় এলাকার নিরাপত্তা অনেকটাই নিশ্চিত করা যাবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

চুরি, ছিনতাই লেগেই রয়েছে। বহুদিন ধরেই নিশ্চিদ্র নিরাপত্তার দাবি করে আসছেন বিধাননগরের বাসিন্দারা। অপরাধ রুখতে এবার উদ্যোগী হলেন বিধাননগর নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়। এবি এসি, এডি এই তিনটি ব্লক নিয়ে নয় নম্বর ওয়ার্ড। কাউন্সিলরের উদ্যোগেই বিধাননগরের এই তিনটি ব্লক জুড়ে বসানো হচ্ছে সিসিটিভি।

প্রাথমিক ভাবে ৮টি সিসিটিভি বসানো হচ্ছে। মনিটারিংয়ের কাজ হবে ওয়ার্ড অফিস থেকে। ৪৫ দিন পর পর সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হবে বিধাননগর কমিশারেটের হাতে। অপরাধীদের চিহ্নিত করার জন্য বিশেষ ব্যবস্থাও থাকবে সিসিটিভি গুলিতে। সিসিটিভি বসানোর ফলে এলাকার নিরাপত্তা বাড়বে বলেই আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

এই প্রথম নাগরিক নিরাপত্তার জন্য বিধাননগরে এই ধরণের উদ্যোগ নেওয়া হল। জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে সিসি টিভিতে নজরদারির কাজ।

First Published: Saturday, December 14, 2013, 22:15


comments powered by Disqus