Last Updated: March 10, 2014 16:31

টোকাটুকি রুখতে সিসিটিভি বসানোর উদ্যোগ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর আগে মাধ্যমিক পরীক্ষায় টোকাটুকি আটকাতে ভিডিও ক্যামেরার ব্যবস্থা রেখেছিল পর্ষদ। উচ্চ মাধ্যমিকেও অশান্তি এড়াতে সব রকমের ব্যবস্থা রাখতে চাইছে শিক্ষা সংসদ।
প্রায় ৬০টি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র চিহ্নিত করেছে তারা। সবচেয়ে বেশি স্পর্শককাতর কেন্দ্র রয়েছে মালদায়। পিছিয়ে নেই কলকাতাও। সেখানে স্পর্শকাতর কেন্দ্রের সংখ্যা প্রায় কুড়িটি। বারোই মার্চ শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে আঠাশে মার্চ। একাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে উনতিরিশে মার্চ। এবার উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা আট লক্ষ দুহাজার তিনশো ছাপ্পান্ন জন। গতবারের তুলনায় পঞ্চাশ হাজার বেশি। মোট ছশো পাঁচটি কেন্দ্রে সকাল দশটা থেকে দুপুর একটা পনেরো পর্যন্ত পরীক্ষা হবে। একাদশ ও দ্বাদশ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ষোল লক্ষ।
First Published: Monday, March 10, 2014, 16:31