Ceasefire Violation in J&K: Mortar Firing from Pakistan Side

সীমান্তে চলল গুলি, কাল যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী

ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর প্রথম শান্তি চুক্তি ভঙ্গ হল জম্মু কাশ্মীর সীমান্তে। শুক্রবার সকালে মেন্ধর সেক্টরে গুলি চালায় পাকিস্তান সেনা। গুলির জবাব দেয় ভারতীয় জওয়ানরাও। এখনও গুলির লড়াই চলছে বলে খবর।

গুলির লড়াইয়ের সঙ্গে রকেটলঞ্চারও ছোঁড়া হয় বলে সেনার তরফে জানানো হয়েছে। নিশানায় ছিল ভারতীয় শিবিরগুলি। সকাল ৭টা থেকে সীমান্তে গুলির লড়াই শুরু হয়।

এই ঘটনার পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইট করে জানান, "রাজোরি ও পুঞ্চ সেক্টরে শান্তি চুক্তি ভঙ্গ করেছে পাক সেনা।" আগামিকাল জম্মু-কশ্মীরের নিরাপত্তা পরিদর্শনে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী। তার আগেই এই ঘটিনা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

First Published: Friday, June 13, 2014, 14:47


comments powered by Disqus