Last Updated: December 20, 2011 09:49

মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি চৈতালী দত্তর সঙ্গে দেখা করলেন যাদবপুর বিদ্যাপীঠের পরিচালন সমিতির সদস্যরা। যাদবপুর বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের ছাত্রদের সরাসরি ওই স্কুলের পঞ্চম শ্রেণিতে ভর্তি নিতে হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও, স্কুলের মাধ্যমিক বিভাগের শিক্ষকদের বক্তব্য, প্রাথমিক বিভাগটি পরিচালনা করে বেসরকারি সংস্থা। তাই, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শিক্ষামন্ত্রীর বক্তব্য এক্ষেত্রে প্রযোজ্য নয়। তাঁদের মতে পঞ্চম শ্রেণিতে সব ছাত্রকেই লটারির মাধ্যমে ভর্তি করা উচিত। এবিষয়ে, নিজেদের বক্তব্য জানাতে আজ পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করেন যাদবপুর বিদ্যাপীঠের পরিচালন সমিতির সাত সদস্য। যদিও, পর্ষদ সভাপতির সঙ্গে কথাবার্তার বিষয়ে কিছু জানাননি তাঁরা। পঞ্চম শ্রেণির ভর্তিকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে গত শনিবার তৃণমূল নেতা-কর্মীদের হাতে নিগৃহীত হন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষকরা।
First Published: Tuesday, December 20, 2011, 09:56