Last Updated: March 21, 2012 16:10

অল ইংল্যান্ডে ব্যর্থ হলেও নিজের টেকনিকের বেশ কিছু পরিবর্তন ঘটিয়ে সুইস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন সাইনা নেওয়াল। সাইনা চান এই ফর্ম ধরে রেখেই অলিম্পিকে সাফল্য পেতে। দেশে ফিরে এমনটাই জানিয়ে দিলেন তিনি।
অলিম্পিকের জন্য অত্যাধুনিক প্রশিক্ষণ নিতে চান ভারতের এই ব্যাডমিন্টন তারকা। এর পাশাপাশি অলিম্পিকের প্রস্তুতির জন্য বেশকয়েকটা টুর্নামেন্টও খেলতে চান তিনি।
First Published: Wednesday, March 21, 2012, 16:10