Last Updated: May 25, 2014 19:42
এখনও নিখোঁজ ছন্দা গায়েন। খোঁজ মেলেনি তাঁর সঙ্গী দুই শেরপারও। আবহাওয়া খারাপ থাকায় আজ তল্লাসি চালানো যায়নি। পরিস্থিতির উন্নতি হলে ছন্দাদের খোঁজে কাল উড়বে হেলিকপ্টার।
কাঞ্চনজঙ্ঘা জয় করেও থামতে চাননি ছন্দা। অদম্য সাহসকে সম্বল করে তিনি রওনা হয়েছিলেন আরেক শৃঙ্গ জয়ের লক্ষ্যে। রবিবার, কাঞ্চনজঙ্ঘা জয়ের পর ছন্দার লক্ষ্য ছিল পশ্চিম শৃঙ্গ ইয়ালুংকাং। তিন শেরপা তাসি, দাওয়া আর পেমবাকে নিয়ে ফের উঠতে শুরু করেছিলেন তিনি। মঙ্গলবার, ইয়ালুংকাংয়ের বিপদসঙ্কুল পথে ভয়াবহ তুষারধসের কবলে পড়েন ছন্দারা। তাসি শেরপা ফিরতে পারলেও বাকিরা হারিয়ে যান হিমালয়ের অতলে। তারপর কেটে গেছে প্রায় ছ-দিন। উদ্ধারের কাজ দেরিতে শুরু হওয়ায় নষ্ট হয়েছে মূল্যবান সময়। তাসি শেরপাকে সঙ্গে নিয়ে শনিবারই প্রথম শুরু হয় হেলিকপ্টারে তল্লাসি। যদিও, খালি হাতেই ফিরতে হয় উদ্ধারকারীদের। রবিবারও কাঠমাণ্ডু থেকে কাঞ্চনজঙ্ঘার বেসক্যাম্পে পৌছয় হেলিকপ্টার। তবে, আবহাওয়া খারাপ থাকায় ইয়ালুংকাংয়ের দুর্ঘটনাস্থলে দিকে আর উড়তে পারেনি কপ্টার।
আবহাওয়া ভালো থাকলে সোমবার দুর্ঘটনাস্থলে আকাশপথে তল্লাসি চালানো হবে। ছন্দাদের অভিযানের ব্যবস্থাপনা সংস্থার প্রধান মিংমা শেরপা এ কথা জানিয়েছেন। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে উতকণ্ঠা। আশা-নিরাশায় দিন কাটছে হাওড়ার কোনার গায়েন পরিবারের। তাঁদের সঙ্গেই মিরাকলের অপেক্ষায় গোটা দেশ। অপেক্ষায় আমরাও। ফিরে আসুন ছন্দা।
First Published: Sunday, May 25, 2014, 19:42