Last Updated: October 30, 2013 23:55

সর্বশিক্ষা অভিযানের টাকা নয় ছয়ের অভিযোগ। প্রতিবাদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে সরানোর দাবিতে দিনভর স্কুলে বিক্ষোভে নামল পড়ুয়ারা। বুধবার এই ঘটনা ঘটেছে হুগলির চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয়ে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্নিগ্ধা চক্রবর্তীকে স্কুল থেকে সরানোর দাবিতে বিক্ষোভে নামে পড়ুয়ারা। অশান্তি এড়াতে স্কুলে মোতায়েন করা হয় পুলিস। ১৪ সেপ্টেম্বর সর্বশিক্ষা অভিযানের টাকা নয়ছয়ের অভিযোগে সাসপেন্ড হন প্রধান শিক্ষিকা স্নিগ্ধা চক্রবর্তী। গত মঙ্গলবার স্কুল কমিটির সভাপতির নির্দেশে ফের পূর্ণবহাল করা হয় প্রধান শিক্ষিকাকে। প্রধান শিক্ষিকাকে পূর্মবহালের সিদ্ধান্ত একতরফা, এই অভিযোগে সরব হন স্কুলের শিক্ষিকারাও। বুধবার প্রধান শিক্ষিকা স্কুলে এলে তার সামনেই বিক্ষোভে দেখায় পড়ুয়ারা।
First Published: Wednesday, October 30, 2013, 23:55