রণক্ষেত্র ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর, পুলিসের লাঠিতে আহত রোগীর আত্মীয়

রণক্ষেত্র ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর, পুলিসের লাঠিতে আহত রোগীর আত্মীয়

রণক্ষেত্র ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর, পুলিসের লাঠিতে আহত রোগীর আত্মীয়হাসপাতালের ওয়ার্ডে ঢোকার কড়াকড়ি করতে গিয়ে রণক্ষেত্রে পরিণত হল কলকাতা ন্যাশনাল মেডিকাল কলেজ হাসপাতাল চত্বর। পুলিসের লাঠিতে আহত হয়েছেন রোগীর আত্মীয়রা। আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন হেনা পারভিন নামে এক মহিলা।

আজ দুপুরের দিকে পারভেজ আলম নামে এক রোগীকে খাবার দিতে যাচ্ছিলেন তাঁর বাড়ির লোকজন। সময় পেরিয়ে যাওয়ায় তাঁদের হাসপাতালে ঢুকতে বাধা দেয় পুলিস। তখনই গণ্ডগোলের সূত্রপাত। দুপক্ষের বচসা প্রায় সংঘর্ষের দিকে এগোয়। অবস্থা আয়ত্তে আনতে পুলিস লাঠিচার্জ করে। আহত হন রোগীর তিনজন আত্মীয়া। এরপরেই সিআইটি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে বিকেল চারটে নাগাদ অবরোধ উঠে যায়।

First Published: Saturday, January 18, 2014, 16:25


comments powered by Disqus