ধসের জেরে চাঞ্চল্য ছড়াল আসানসোলে

ধসের জেরে চাঞ্চল্য ছড়াল আসানসোলে

ধসের জেরে চাঞ্চল্য ছড়াল আসানসোলেরোটিবাটি কোলিয়ারি এলাকায় ধ্বসের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আসানসোলে। ধ্বসে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার ৫-৬টি বাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাড়িগুলির একাংশ মাটির তলায় চলে গেছে। ধ্বসের জেরে বন্ধ রাস্তাও। তবে ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।

বেআইনি ভাবে কয়লা খননের জেরেই এই বিপত্তি বলে প্রাথমিক অনুমান পুলিসের। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহুদিন ধরেই এলাকায় বেআইনি কয়লার কারবার চললেও কোনও পদক্ষেপ নেয়নি প্রশাসন। অন্যদিকে ইসিএল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ধ্বস প্রবণ এই এলাকায় মাটির নীচেও আগুন থাকতে পারে।





First Published: Wednesday, March 28, 2012, 22:14


comments powered by Disqus