Last Updated: June 4, 2012 15:05

নির্বাচনপর্ব মেটার পর সন্ত্রাসের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রবিবার রাতে নদিয়ার কুপার্স ক্যাম্পের আট নম্বর ওয়ার্ডের কংগ্রেস কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। বাদ যাননি ওই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীও। পুলিসের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।
হাসপাতাল থেকে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ নিজের বাড়িতে ফিরছিলেন পরিতোষ মাজি। সে সময় তাঁর পথ আটকায় বেশ কয়েকজন। ঘটনাস্থলের ঢিল ছোঁড়া দূরত্বে থানা। অভিযোগ, ফোন করা হলেও, পুলিস দেরি করে ঘটনাস্থলে পৌঁছয়। পুলিসের সামনেই এলাকার কংগ্রেস কর্মী-সমর্থকদের বাড়িতে ভাঙচুর চলে। মারধর করা হয় কংগ্রেস কর্মী-সমর্থকদের। ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল নেতা দিলীপ দাসের নেতৃত্বেই এই হামলা বলে অভিযোগ।
ঘটনায় আহত আটজনকে রাতেই রাণাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।
First Published: Monday, June 4, 2012, 15:06