তুফানগঞ্জে দেবের সভায় চরম বিশৃঙ্খলা

তুফানগঞ্জে দেবের সভায় চরম বিশৃঙ্খলা

তুফানগঞ্জে দেবের সভায় চরম বিশৃঙ্খলানিরাপত্তা ব্যবস্থা না থাকায় কোচবিহারের তুফানগঞ্জে দেবের সভায় চরম বিশৃঙ্খলা। আজ তুফানগঞ্জের এসএসএ মাঠে তৃণমূল প্রর্থী দশরথ তির্কি এবং রেণুকা সিনহার সমর্থনে সভা ছিল দেবের। কিন্তু সভায় নিরাপত্তার কোনও ব্যবস্থা ছিল না। দেব মঞ্চে ওঠা মাত্রই গোটা সভা জুড়ে হুলস্থূল শুরু হয়ে যায়। উপস্থিত জনতা একেবারে মঞ্চের সামনে গিয়ে হাজির হন। অনেকেই মঞ্চে উঠে দেবের কাছে চলে যাওয়ার চেষ্টা করেন।

হুড়োহুড়িতে ভেঙে যায় বাঁশের ব্যারিকেড। এলোমেলো ভাবে ছুড়ে ফেলা হয় চেয়ার। ভিড়ের চাপ এবং ঠেলাঠেলিতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন মহিলা ও শিশু। বেহাল পরিস্থিতিতে মিনিট পাঁচেক বক্তব্য রেখেই সভা শেষ করে দেন দেব। একইরকম বিশৃঙ্খলা হয় দেবের রাজগঞ্জের সভাতেও। দেবের কপ্টার নাম মাত্রই জনতা ছুটে যায় কপ্টারের কাছে। ঠেলাঠেলিতে মাটিতে প়ডে যান কপ্টারের পাইলট।

First Published: Monday, April 14, 2014, 21:47


comments powered by Disqus