Last Updated: July 21, 2013 10:15

ভোটের মুখে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ। ভরতপুরে বোমার আঘাতে মৃত্যু হয়েছে কংগ্রেসকর্মী রিপন শেখের। আহত হয়েছেন আনোয়ার শেখ নামে আরও এক ব্যক্তি। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে কংগ্রেস।
বোমাবাজির ঘটনা ঘটেছে বেলদা থানার কাপাসডাঙাতেও। বোমার আঘাতে মৃত্যু হয়েছে নুরুল শেখ এবং হায়াত শেখ নামে দুই কংগ্রেস সমর্থকের। এই ঘটনাতেও অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে।
First Published: Sunday, July 21, 2013, 10:15