কালচিনিতে উদ্ধার চিতাবাঘ, Cheetah found in Kalchini block of Alipore Duar

কালচিনিতে উদ্ধার চিতাবাঘ

কালচিনিতে উদ্ধার চিতাবাঘপূর্ণবয়স্ক চিতাবাঘ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারের কালচিনি ব্লক এলাকায়। গত কয়েকদিন ধরে এলাকার চাবাগানে উত্পাত চালাচ্ছিল চিতাবাঘটি। সোমবার রাতে স্থানীয় বাসিন্দাদের পাতা ফাঁদে ধরা পড়ে চিতাবাঘটি। ভোরে বন দফতরকে খবর দেন চোয়াপাড়া চা বাগানের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে উদ্ধার করেন বনদফতরের কর্মীরা। পরে বেলা দশটা নাগাদ চিতাবাঘটিকে বক্সার তেইশ মাইলের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বকসা ব্যাঘ্র প্রকল্পের উপ অধিকর্তা জানিয়েছেন সুস্থ অবস্থাতেই উদ্ধার করা হয় আট বছরের এই পুরুষ চিতাবাঘটিকে।

First Published: Wednesday, November 2, 2011, 12:37


comments powered by Disqus