Last Updated: April 27, 2014 22:44

চেলসি (২) লিভারপুল (০)
( দেম্বা বা ৪৯ মিনিট, উইলিয়ান ৯০)
চেলসি (২) লিভারপুল (০)
( দেম্বা বা ৪৯ মিনিট, উইলিয়ান ৯০)
------------------
রবিবার লিভারপুলেকে হারিয়ে ইংলিশ প্রিমিয়র লিগ জমিয়ে দিল চেলসি। প্রথম সারির বেশ কয়েকজন ফুটবলারকে ছাড়াই বড় ম্যাচে বাজিমাত করলেন হোসে মরিনহো। অ্যানফিল্ড অরিনায় অ্যাওয়ে ম্যাচে চেলসি ২-০ গোলে হারাল লিভারপুলকে। চেলসির এই জয়ের পর ইপিএলের খেতাবি লড়াই একেবারে জমজমাট। ৩৬ ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে লিভারপুলের পয়েন্ট ৮০। সমসংখ্যাক ম্যাচে চেলসি ৭৮ পয়েন্টে। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটিও পিছিয়ে নেই। ৩৫ ম্যাচে ম্যান সিটির পয়েন্ট ৭৭। ম্যান সিটি এদিন ২-০ গোলে হারায় ক্রিস্টাল প্যালেসকে।
লিভারপুলের শেষ দুটি ম্যাচের উপর নির্ভর করছে এবারের ইপিএল খেতাব। ৫ মে লিভারপুল অ্যাওয়ে ম্যাচে খেলবে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। শেষ ম্যাচ ১১ মে ঘরের মাঠে লিভারপুলে নামবে নিউক্যাসেলের বিরুদ্ধে। আজ জিতলেই খেতাব নিশ্চিত হয়ে যেত ব্রেন্ডন রজার্সের দলের। অথচ দুরন্ত গতির ফুটবল আর মরিনহোর মগজাস্ত্রে বাজিমাত করল নীল জার্সির দল।
First Published: Sunday, April 27, 2014, 22:44