Last Updated: April 16, 2012 23:20

এফ এ কাপের ফাইনালে পৌঁছে গেল চেলসি। সেমিফাইনালে চিরপ্রতিন্দন্দ্বী টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলে হারিয়ে দিল ব্লুজরা। বিরতির ঠিক আগে দিদিয়ের দ্রোগবার গোলে এগিয়ে যায় চেলসি।
বিরতির পর বিতর্কিত গোলে চেলসির হয়ে ব্যবধান বাড়ান জুয়ান মাটা। যদিও কিছুক্ষণ পর গ্যারেথ বালের গোল ম্যাচ জমিয়ে দেয়। কিন্তু রামিরেজ, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড আর ইনজুরি টাইমে মালৌডার গোল এফ এ কাপের ফাইনালে চেলসির জায়গা নিশ্চিত করে দেয়।
এই নিয়ে এগারোবার এফ এ কাপের ফাইনালে উঠল চেলসি। ফাইনালে চেলসি মুখোমুখি হবে লিভারপুলের।
First Published: Monday, April 16, 2012, 23:20