আগাগোড়া দাপট দেখিয়ে শেষে হার বেনফিকার

আগাগোড়া দাপট দেখিয়ে শেষে হার বেনফিকার

Tag:  chelsea benfico lost
আগাগোড়া দাপট দেখিয়ে শেষে হার বেনফিকার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চেলসির বিরুদ্ধে আগাগোড়া দাপট দেখিয়েও হারতে হল পর্তুগালের দল বেনফিকাকে। ৭৫ মিনিটে চেলসির হয়ে জয়সূচক গোলটি করেন সলোমান কালু।

ঘরের মাঠে এই ম্যাচে শুরু থেকেই আক্রমনের ঝড় তোলে পর্তুগালের দলটি। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর, দ্বিতীয়ার্ধেও আক্রমনাত্মক ফুটবল অব্যাহত রাখে বেনফিকা। গোটা ম্যাচে গোলে ২২টি শট নিলেও, একবারও চেলসির গোলকিপারকে পরাস্ত করতে পারেনি তারা। খেলার গতির বিরুদ্ধে টোরেসের পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন সলোমান কালু। চ্যাম্পিয়ন্স লিগে এই মরসুমে চেলসির এটাই প্রথম অ্যাওয়ে ম্যাচে জয়।

First Published: Wednesday, March 28, 2012, 19:23


comments powered by Disqus