বৃষ্টিতে চেন্নাইয়ে বহুতল ভেঙে মৃত ১, আটক ৫০

বৃষ্টিতে চেন্নাইয়ে বহুতল ভেঙে মৃত ১, আটক ৫০

বৃষ্টিতে চেন্নাইয়ে বহুতল ভেঙে মৃত ১, আটক ৫০
চেন্নাইয়ে ১২ তলা বাড়ি ভেঙে মৃত্যু হল এক ব্যক্তির। অন্তত ৫০ জন ব্যক্তি এখনও ধ্বংসস্তুপ্র আটকে আছেন। আট জন ব্যক্তিকে এখনও পর্যন্ত উদ্ধার করা গেছে। আহতদের রামচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

১২টি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে গেছে। ন্যাশনল ডিসাসটার ম্যানেজমেন্ট দল দুর্ঘটনা স্থলে পৌঁছেছেন। ঘটনাস্থলে উপ্সথিত চেন্নাইয়ের পুলিস কমিশনারও।

``প্রত্যক্ষদর্শীদের চোখের সামনেই হঠাৎ করেই ভেঙে পড়ে বাড়িটি।`` জানিয়েছেন অগ্নি ও উদ্ধারকার্য সার্ভিসের যুগ্ম ডিরেক্ট্র।

চেন্নাইয়ের পশ্চিম শহর উপকূলে পোরার অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে। মনে করা হচ্ছে ভারী বৃষ্টির কারণেই ভেঙে পড়ল বাড়িটি।

First Published: Saturday, June 28, 2014, 20:13


comments powered by Disqus