Last Updated: June 28, 2014 20:13

চেন্নাইয়ে ১২ তলা বাড়ি ভেঙে মৃত্যু হল এক ব্যক্তির। অন্তত ৫০ জন ব্যক্তি এখনও ধ্বংসস্তুপ্র আটকে আছেন। আট জন ব্যক্তিকে এখনও পর্যন্ত উদ্ধার করা গেছে। আহতদের রামচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
১২টি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে গেছে। ন্যাশনল ডিসাসটার ম্যানেজমেন্ট দল দুর্ঘটনা স্থলে পৌঁছেছেন। ঘটনাস্থলে উপ্সথিত চেন্নাইয়ের পুলিস কমিশনারও।
``প্রত্যক্ষদর্শীদের চোখের সামনেই হঠাৎ করেই ভেঙে পড়ে বাড়িটি।`` জানিয়েছেন অগ্নি ও উদ্ধারকার্য সার্ভিসের যুগ্ম ডিরেক্ট্র।
চেন্নাইয়ের পশ্চিম শহর উপকূলে পোরার অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে। মনে করা হচ্ছে ভারী বৃষ্টির কারণেই ভেঙে পড়ল বাড়িটি।
First Published: Saturday, June 28, 2014, 20:13