Last Updated: August 23, 2013 22:47

দু`সপ্তাহে দুশো কোটির রেকর্ড তৈরি করল চেন্নাই এক্সপ্রেস। মু্ক্তির দ্বিতীয় সপ্তাহেই বক্সঅফিসে জমা পড়ল ২০০.৫৬ কোটি। প্রথম সপ্তাহে চেন্নাই এক্সপ্রেসের বক্সঅফিস আয় ছিল ১৫০ কোটি।
ইউটিভি মোশন পিকচারস ও রেড চিলিস এন্টারটেনমেন্টের যৌথ প্রযোজনায় ৭৫ কোটির বাজেটে তৈরি হয়েছিল চেন্নাই এক্সপ্রেস। চেন্নাই এক্সপ্রেস এই মুহূর্তে ব্যবসার হিসেবে বছরের সবথেকে হিট ছবি। আশা করা হচ্ছে থ্রি ইডিয়টসের ২০২ কোটির ব্যবসাও ছাপিয়ে যাবে চেন্নাই এক্সপ্রেস।
First Published: Friday, August 23, 2013, 22:47