Last Updated: August 22, 2013 12:44

দুশো কোটির দোরগোড়ায় চেন্নাই এক্সপ্রেস। ৯ অগাস্ট মুক্তির পর থেকে ১৩ দিনে বক্সঅফিসে জমা পড়েছে ১৯২ কোটি। চেন্নাই এক্সপ্রেস এই মুহূর্তে ব্যবসার হিসেবে বছরের সবথেকে হিট ছবি। আশা করা হচ্ছে থ্রি ইডিয়টসের ২০২ কোটির ব্যবসাও ছাপিয়ে যাবে চেন্নাই এক্সপ্রেস।
ছবির সাফল্য দেখে শাহরুখ বলেন, "আমি ব্যবসা বুঝি। আমার জীবনের অর্ধেক সময় ধরে অভিনয় করছি। আমি এখন দক্ষিণের দর্শকদের জন্য ছবি করতে চাই। ভারতীয় রুচি বদলাতে পারে। তবে আমি সমালোচনা প্রশংসায় বদলাতেও জানি। আমি সেই ছবিই করি যা করতে আমার ভাল লাগে।"
First Published: Thursday, August 22, 2013, 12:44