Last Updated: February 14, 2014 21:01

২৪ ঘণ্টার খবরের জের। কামদুনির তিনটি ক্লাবকে নতুন করে চেক দিল সরকার। ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের দাবি, চেক বিভ্রাটে সরকারের কোনও ভুল ছিল না। দেরি করে চেক জমা দেওয়াতেই সমস্যা হয়েছে।
বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় এই খবর প্রকাশ হওয়ার পরেই তড়িঘড়ি ব্যবস্থা নিল রাজ্য সরকার। তড়িঘড়ি স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে নতুন চেক ইস্যু করে পাঠান পরিবহন মন্ত্রী মদন মিত্র। সেই চেক দেওয়া হয় কামদুনির তিনটি ক্লাবের সদস্যেদের।
গত সাতই জানুয়ারি কামদুনির তিনটি ক্লাবকে সরকার একলক্ষ টাকা করে চেক দেয়। কামদুনির নির্যাতিতার ভাইয়েরাই চেক তুলে দেয় ক্লাবগুলির হাতে। পরে ব্যাঙ্কে গিয়ে ক্লাব কর্তারা জানতে পারেন ওই চেকের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।
২৪ ঘণ্টায় এই খবর প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেয় সরকার। ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের দাবি, চেক বিভ্রাটে সরকারের কোনও ভুল ছিল না। দেরি করে চেক জমা দেওয়াতেই সমস্যা হয়েছে।
First Published: Friday, February 14, 2014, 21:01