Last Updated: October 5, 2011 17:42

নিউ ইয়র্কে `প্যান আইআইটি` সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রথম সারির প্রযুক্তিশিক্ষা প্রতিষ্ঠানের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন এন আর নারায়ণমূর্তি। ইনফোসিসের চেয়ারম্যানের অভিযোগ ছিল, আইআইটি`গুলির শিক্ষার্থীদের মান ক্রমশ নিম্নমুখী। প্রকৃত প্রতিভাবানরা নয়, কোচিং সেন্টারগুলির দেওয়া গতেবাঁধা নোট মুখস্ত করে কিছু মধ্যমেধার ছাত্রছাত্রী আইআইটিতে ভর্তি হচ্ছে। কোচিং সেন্টারের এই অবাঞ্ছিত দাপট ঠেকাতে আইআইটি শিক্ষক এবং শিক্ষার্থীদের মনোনয়ন ও মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের পক্ষেও সওয়াল করেন ইনফোসিস-প্রধান। বিদেশের মাটিতে দাঁড়িয়ে নারায়ণমূর্তির এই মন্তব্যকে মোটেও ভালভাবে নেননি লেখক চেতন ভগত। একটি ইংরেজি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে ইনফোসিস কর্ণধারের মন্তব্যের তীব্র সমালোচনা করেন আইআইটি`র প্রাক্তনী চেতন। সেই সঙ্গে কটাক্ষ করেন ইনফোসিস সংস্থার কাজের মান নিয়েও। এবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবালও নারায়ণমূর্তির এই মন্তব্যের বিরোধিতা করেছেন। সিবালের দাবি, আইআইটির মান য়ে কোনও প্রথম সারির আন্তর্জাতিক প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তুলনীয়।
First Published: Friday, October 7, 2011, 20:46