Last Updated: August 1, 2013 12:22

অবশেষে দেশের হয়ে আন্তার্জাতিক একদিনের ম্যাচ খেলার সুযোগ পেলেন চেতেশ্বর পূজারা। বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে প্রথম একাদশে রাখা হল চারটি টেস্ট শতরানের মালিক পূজারাকে। শিখর ধাওয়ানকে বিশ্রাম দিয়ে ওপেনার হিসাবে পূজারাকে দলে নেওয়া হল।
আজকের ম্যাচে টসে জিতে বল করছে ভারত। সিরিজ আগেই জিতে যাওয়ায় পরীক্ষানিরীক্ষার পথে হাঁটছে বিরাট কোহলির দল।
তিন বছর আগে টেস্ট অভিষেক হয় পূজারা। মাত্র ১৩টি টেস্ট খেলেই পূজারা অসাধারণ কিছু ইনিংস খেলে সবার নজর কাড়েন। কিন্তু সৌরাষ্ট্রের ২৫ বছরের এই ব্যাটসম্যানকে কিছুতেই ওয়ানডে খেলার সুযোগ দেওয়া হচ্ছিল না। অবশেষে সেই সুযোগ পেলেন পূজারা।
পূজারার ওয়ানডে অভিষেক ম্যাচে আবার দেশের হয়ে প্রথমবার খেলার সুযোগ পেলেন মোহিত শর্মা। কপিল দেবের রাজ্য হরিয়ানার ২৪ বছরের মোহিত আইপিএলে ধোনির টিমে খেলে নজর কাড়েন। মোহিতের বলের গতি আর নিয়ন্ত্রিত লাইন জাতীয় দলের দরজা খুলে দিল।
First Published: Thursday, August 1, 2013, 12:22