Last Updated: February 14, 2013 19:20

প্রেম দিবসেই ভারতের মিডল-অর্ডারের নতুন স্তম্ভ চেতেশ্বর পূজারা সাতপাকে বাঁধা পড়লেন। আজ সন্ধেতে গুজরাতের জামনগরে একটি পারিবারিক অনুষ্ঠানে প্রেমিকা পূজা পাবারির সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন পূজারা।
গতকাল রাতে সঙ্গীতের পর আজকের ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন ধোনি বাহিনীর সবাই। আমন্ত্রণ করা হয়েছিল বিসিসিআই আধিকারিকদেরও। তবে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য পূজারার বিয়েতে আসতে পারেননি তাঁর কোন সহযোদ্ধাই।
আগামীকাল গুজরাতেই হবে পূজারার বিয়ের নৈশভোজ। তবে ভ্যালেন্টাইনস ডেতে বিয়েটা সেরে ফেললেও নতুন বউয়ের সঙ্গে বেশি সময় কাটাবার সময় পাচ্ছেন না পূজারা। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই তিনি ভারতীয় শিবিরে যোগ দিচ্ছেন।
First Published: Thursday, February 14, 2013, 19:20