Last Updated: December 2, 2013 15:14
দুটি ক্লাবের মধ্যে বচসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল চেতলা হাট রোডের গারোয়াল পাড়া। প্রায় ঘণ্টা খানেক ধরে চলল এলাকায় ভাঙচুর। ঘটনায় আহত হয়েছেন দুপক্ষের বাইশ জন। এলাকায় অসামাজিক কাজের প্রতিবাদ করা নিয়ে বচসার সূত্রপাত। স্থানীয় শহীদ স্মৃতি সংঘ ক্লাবের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় বেড়ে চলেছে অসামিজ কাজ।
এর বিরুদ্ধেই আজ প্রতিবাদে নেমেছিলেন ওই ক্লাবের সদস্যরা। তখনই মমতা সংঘ ক্লাবের সদস্যরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এরপরই বচসায় জড়িয়ে পড়ে দুপক্ষ। ভাঙচুর চালানো হয় দশটি বাড়িতে। আলিপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
First Published: Monday, December 2, 2013, 15:14