অত্যন্ত খারাপ আবহাওয়ার জন্য ব্যর্থ হল কাঞ্চনজঙ্ঘায় নিখোঁজ ছন্দা গায়েনদের প্রথম দফার তল্লাসি অভিযান

অত্যন্ত খারাপ আবহাওয়ার জন্য ব্যর্থ হল কাঞ্চনজঙ্ঘায় নিখোঁজ ছন্দা গায়েনদের খোঁজে প্রথম দফার তল্লাসি অভিযান

অত্যন্ত খারাপ আবহাওয়ার জন্য ব্যর্থ হল কাঞ্চনজঙ্ঘায় নিখোঁজ ছন্দা গায়েনদের খোঁজে প্রথম দফার তল্লাসি অভিযানঅত্যন্ত খারাপ আবহাওয়ার কারণে ফের বন্ধ হয়ে গেল কাঞ্চনজঙ্ঘায় নিখোঁজ বাঙালি পর্বতারোহী ছন্দা গায়েনের তল্লাশি অভিযান। উদ্ধারকারী সংস্থা সূত্রে একথা জানানো হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি এতটাই খারাপ যে বেসক্যাম্প থেকে কাঠমাণ্ডু ফিরতে পারছে না উদ্ধাকারী দল।

আজ সকালে আবহাওয়া ভাল থাকায় হেলিকপ্টারে শুরু হয়েছিল তল্লাশি। দুবার দুর্ঘটনাস্থলের ওপর দিয়ে উড়ে যায় হেলিকপ্টার। কিন্তু, নিখোঁজ ছন্দা ও দুই শেরপার কোনও চিহ্ন মেলেনি। ঠিক ছিল আরও কয়েকবার হেলিকপ্টারে নজরদারি চালানো হবে। কিন্তু, আচমকাই আবহাওয়া খারাপ হওয়ায় বন্ধ করে দিতে হয় উদ্ধার কাজ। ফের কখন তল্লাসি শুরু করা সম্ভব হবে , বা আজ আদৌ তল্লাসি চালানো হবে কীনা সেবিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

গতকাল নিখোঁজ পর্বতারোহী ছন্দা গায়েনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারকে আশ্বাস দেন ছন্দার উদ্ধার কাজে সব রকমের চেষ্টা করবে সরকার। নেপাল সরকার কী ভূমিকা পালন করছে, তা জানতে নবান্নে নেপালের কনসাল জেনারেলের সঙ্গেও আলোচনা করেন মুখ্যমন্ত্রী । বলেন, উদ্ধার কাজে তাঁর নিজের নেপালে যাওয়ার ইচ্ছা থাকলেও কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। নিখোঁজ ছন্দা গায়েনের উদ্ধার নিয়ে তত্পর রাজ্য সরকার। শুক্রবার সকাল থেকে তল্লাশি নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছিল ছন্দার পরিবারে। জেলার দুই মন্ত্রী মারফত এই খবর পৌছয় মুখ্যমন্ত্রীর কাছে। তার পরেই তত্পরতা শুরু হয় নবান্নয়ে। যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ছন্দার উদ্ধার নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। ফোনে কথা বলেন ছন্দার মা ও দাদার সঙ্গে। তল্লাশিতে টাকা কোনও বাধা হবে না বললেও জানিয়েছে রাজ্য।

অরূপ বিশ্বাস জানান ছন্দা গায়েনের উদ্ধারের তদারকিতে নেপালও যেতে পারেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সন্ধেয় কোনায় ছন্দার বাড়িতে যান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তল্লাশিতে খামতি নিয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন ছন্দার পরিবার। রাজ্য সরকার সব রকম ভাবে সাহায্য করবে বলে ছন্দার পরিজনদের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

ছন্দার বাড়িতে যাওয়ার আগে নবান্নে নেপালের কনাসাল জেনারেলের সঙ্গে উদ্ধার কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী । তল্লাশিতে কোনও ফাঁক রাখা হচ্ছে না বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন নেপালের কনসাল জেনারেল চন্দ্র কুমার ভেমরে।

First Published: Saturday, May 24, 2014, 15:24


comments powered by Disqus