সহ অভিযাত্রীদের পরস্পর বিরোধী মন্তব্যে গভীর ছন্দা নিখোঁজ রহস্য

সহ অভিযাত্রীদের পরস্পর বিরোধী মন্তব্যে গভীর ছন্দা নিখোঁজ রহস্য

সহ অভিযাত্রীদের পরস্পর বিরোধী মন্তব্যে গভীর ছন্দা নিখোঁজ রহস্যসহ অভিযাত্রীদের পরস্পর বিরোধী বয়ানে গভীর হয়েছে ছন্দা নিখোঁজ রহস্য। এগিয়ে হাওড়ার বাড়িতে গভীর উদ্বেগে দিন কাটছে তাঁর পরিবারের। রাজ্য থেকে যাওয়া দুই উদ্ধারকারীর ফিরে আসার খবর পেয়ে আজ মুখ্যমন্ত্রীকে ফোন করেন ছন্দা গায়েনের মা। মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক ফোন ধরেন। পরে মুখ্যমন্ত্রী নিজেই ফোন করে ছন্দার মাকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিল ছন্দার পরিবার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ব্যস্ত থাকায় সাতই জুনের আগে তিনি কারোর সঙ্গে দেখা করতে পারবেন না। ছন্দার পরিবারকে তিনি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন।

খারাপ আবহাওয়ার কারণে আজও ছন্দা গায়েনের খোঁজে তল্লাশি চালানো যায়নি। রাজ্যে ফিরে আসছে উদ্ধারকারী দল। এদিকে, উদ্ধারকাজে যাঁদের নেপালে পাঠানো হয়েছে তাঁদের আদৌ সেই দক্ষতা রয়েছে কি না তা নিয়েই প্রশ্ন তুলেছে ছন্দা গায়েনের পরিবার। প্রশ্ন তোলা হয়েছে তাঁদের আন্তরিকতা নিয়েও। ছন্দা গায়েনের দাদা জ্যোতির্ময় গায়েন দাবি করেছেন, উদ্ধারকাজে যাঁদের পাঠানো হয়েছে, তাঁদের নিয়ে রাজ্যের কাছে আগেই আপত্তি জানিয়েছেন তাঁরা। প্রশ্ন উঠছে, পরিবারের আপত্তি সত্ত্বেও কেন পাঠানো হল রাজ্যের ওই প্রতিনিধিদের।

First Published: Thursday, May 29, 2014, 14:23


comments powered by Disqus