কাঞ্চনজঙ্ঘার কোলেই সমাধিস্থ পর্বত কন্যা, ছন্দা গায়েনকে মৃত ঘোষণা করল নেপাল সরকার

কাঞ্চনজঙ্ঘার কোলেই সমাধিস্থ পর্বত কন্যা, ছন্দা গায়েনকে মৃত ঘোষণা করল নেপাল সরকার

কাঞ্চনজঙ্ঘার কোলেই সমাধিস্থ পর্বত কন্যা, ছন্দা গায়েনকে মৃত ঘোষণা করল নেপাল সরকার ছন্দা গায়েন মৃত। তাঁর ডেথ সার্টিফিকেট দিয়েছে নেপাল সরকার। নবান্নে জানালেন ছন্দার দাদা। বর্ষা নামায় বন্ধ রাখা হয়েছে তল্লাসিও। তবে আবহাওয়া ভাল হলে, ফের ছন্দাকে খোঁজার চেষ্টা শুরু হবে বলে জানিয়েছে তাঁর পরিবার।

পর্বতারোহণে যাওয়া কারোর তিনদিনের বেশি খোঁজ না মিললেই, তাঁকে মৃত অথবা নিখোঁজ ঘোষণা করা হয়। নেপাল সরকারের এই বিধি মেনেই তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ডেথ সার্টিফিকেট।

বর্ষা নামায় কাঞ্চনজঙ্ঘার আবহাওয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ।এই পরিস্থিতিতে তল্লাসি অভিযান স্থগিত রেখে রাজ্যে ফিরে এসেছে উদ্ধারকারী দলও।

যদিও ছন্দার পরিবারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ডেথ সার্টিফিকেট হাতে নেওয়া মানেই ছন্দাকে মৃত ধরে নেওয়া নয়। আবহাওয়া ভাল হলে ফের ছন্দাকে উদ্ধারের চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে।

First Published: Friday, June 6, 2014, 20:01


comments powered by Disqus