কড়া নিরাপত্তার মধ্যে ছত্তিসগড়ে শুরু দ্বিতীয় দফার ভোট গ্রহণ

কড়া নিরাপত্তার মধ্যে ছত্তিসগড়ে শুরু দ্বিতীয় দফার ভোট গ্রহণ

কড়া নিরাপত্তার মধ্যে ছত্তিসগড়ে শুরু দ্বিতীয় দফার ভোট গ্রহণআজ ছত্তিসগড়ে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। ষোলোটি জেলার ৭২টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে প্রতাপপুর, রায়পুর, দুর্গ, বিলাসপুরের মত কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই পর্বে ৭৫জন মহিলা প্রার্থী সহ ৮৪৩জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে। যার মধ্যে বিজেপি ও কংগ্রেসের ৭২জন করে প্রার্থী রয়েছেন। 

নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে উত্তর এবং মধ্য ছত্তিসগড়ের বিভিন্ন জেলায়। রাজ্য পুলিসের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সকাল আটটা থেকে চলছে ভোটগ্রহণ। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। আজই ভাগ্য নির্ধারণ ছত্তিসগড় বিধানসভার অধ্যক্ষ সহ রাজ্যের নয় মন্ত্রীর। এছাড়া রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর স্ত্রী রেণু ও পুত্র অমিতের ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। এই পর্বে সব থেকে বেশী প্রার্থী রায়পুর শহরে। সংখ্যাটা আটত্রিশ। সব থেকে কম প্রার্থী সারাইপালিতে, মাত্র পাঁচজন। এই নিয়ে দ্বিতীয়বার না ভোটের অধিকার প্রয়োগ করছেন ছত্তিসগড়ের মানুষ। 

First Published: Tuesday, November 19, 2013, 09:10


comments powered by Disqus