ছত্তিসগড়ে হামলার দায় স্বীকার করল মাওবাদীরা

ছত্তিসগড়ে হামলার দায় স্বীকার করল মাওবাদীরা

ছত্তিসগড়ে হামলার দায় স্বীকার করল মাওবাদীরা ছত্তিসগড়ের বস্তারে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলার দায় স্বীকার করল মাওবাদীরা। দায় স্বীকার করে দণ্ডকারণ্যের পিএলজিএর মুখপাত্রর তরফে একটি চারপাতার বিবৃতি এবং অডিও টেপ প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, মাওবাদীদের হিটলিস্টের শীর্ষে থাকা মহেন্দ্র কর্মাকে শাস্তি দিতেই ওই হামলা চালানো হয়েছে। অপারেশন গ্রিনহান্টে মদত দেওয়ার অভিযোগে ছত্তিসগড়ের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দকুমার পটেলকে কাঠগড়ায় তুলেছে মাওবাদীরা।

চিঠিতে দন্তেওয়ারার মাওবাদী মুখপাত্রের সাক্ষর রয়েছে। চিঠির বয়ান থেকেই স্পষ্ট, পিউপিলস লিবারেশন গেরিলা আর্মিই শনিবারের হামলা চালিয়েছিল। তাঁদের নিশানায় যে কংগ্রেসের শীর্ষ নেতা মহেন্দ্র কর্মা, নন্দ কুমার প্যাটেল ও ভিসি শুক্লাই ছিলেন তাও স্বীকার করে নিয়েছে মাওবাদীরা।

শনিবারের হামলায় মহেন্দ্র কর্মা ও নন্দ কুমারের মৃত্যু হয়। এখনও গুরগাঁওয়ের হাসপাতেলে চিকিৎসাধীন রয়েছেন শুক্লা। গত শনিবার ছত্তিসগড়ের বাস্তার জেলায় কংগ্রেস নেতাদের ওপর হামলা চালায় সশস্ত্র মাওবাদীরা। কংগ্রেস নেতা মহেন্দ্র কুমার, প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দ কুমার প্যাটেল, তাঁর ছেলে দীনেশ ও প্রাক্তন বিধায়ক উদয় মুদলিয়া সহ ২৭ জনের মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছেন ৩২ জন। প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ভি সি শুক্লাও আহত হয়েছেন।

First Published: Tuesday, May 28, 2013, 11:21


comments powered by Disqus