Last Updated: October 24, 2011 11:05

টু-জি কাণ্ডে কেন পি চিদম্বরম অভিযুক্ত হবেন না, সুব্রহ্মণ্যম স্বামীর এই আবেদনের ভিত্তিতে বক্তব্য শুনতে পারে আদালত। বিশেষ টু-জি আদালতে শুনানি ৮ ই নভেম্বর।
টু-জি বণ্টন কাণ্ড তত্কালীন অর্থমন্ত্রী চিদম্বরমেরই পরিকল্পনায় সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেন জনতা দলের সভাপতি সুব্রহ্মণ্যম স্বামী। টুজি কাণ্ডে চিদম্বরমের ভূমিকা নিয়ে বারবারই সরবহয়েছেন বিরোধীরা। চিদম্বরমের বিরুদ্ধে সমস্ত অভিযোগ খতিয়ে দেখার দাবি জানান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী।
First Published: Monday, October 24, 2011, 15:21