প্রণবের জায়াগায় চিদম্বরম, শিন্ডে

প্রণবের জায়াগায় চিদম্বরম, শিন্ডে

প্রণবের জায়াগায় চিদম্বরম, শিন্ডে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর অর্থমন্ত্রী হতে চলেছেন পি চিদম্বরম। কংগ্রেস সূত্রে খবর, অগস্ট মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হতে চলেছে। চিদম্বরম অর্থমন্ত্রকের দায়িত্ব নিলে তাঁর জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন সুশীল কুমার শিন্ডে। প্রণবের জায়াগায় চিদম্বরম, শিন্ডে
বর্তমানে বিদ্যুত্ মন্ত্রকের দায়িত্বে থাকা শিন্ডে লোকসভার নেতার দায়িত্বও নিতে পারেন বলে কংগ্রেস সূত্রে খবর। ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে রাইসিনা হিলসে যাওয়ার আগে এই পদে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। শিন্ডে বিদ্যুত্ মন্ত্রক ছেড়ে দিলে তাঁর দায়িত্বে আসতে পারেন বর্তমানে কর্পোরেট বিষয়ক মন্ত্রী বীরাপ্পা মইলি। সেক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিদ্যুত্ মন্ত্রকের দায়িত্ব নেবেন তিনি।

First Published: Tuesday, July 31, 2012, 20:00


comments powered by Disqus