Last Updated: October 10, 2011 13:29

টু জি স্পেকট্রাম কাণ্ডে পি চিদম্বরমের ভুমিকা খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সুব্রহ্মণ্যম স্বামী।
সেই আবেদনের রায় ঘোষণা স্থগিত রাখল শীর্ষ আদালত। অর্থমন্ত্রকের নোট ফাঁসের জেরে টু জি কাণ্ডে জড়িয়ে যায় তত্কালীন অর্থমন্ত্রী চিদম্বরমের নাম। ওই নোটে বলা হয়, দুহাজার আট সালে অর্থমন্ত্রী থাকাকালীন চিদম্বরম সক্রিয় ভূমিকা নিলে, স্পেকট্রামের লাইসেন্স বন্টনে অনিয়ম এড়ানো যেত।
কেন্দ্রীয় সরকার ও সিবিআই চিদম্বরমের হয়ে জোরাল সওয়াল করেছে।
যদিও অর্থমন্ত্রকের গোপন নোট ফাঁস হওয়ায় অনেকটাই অস্বস্তিতে পড়েছে সরকার।
First Published: Monday, October 10, 2011, 17:39