Last Updated: October 8, 2013 20:35

নরেন্দ্র মোদীকে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তুলনা করেই বিজেপির ফাটলটাকে সামনে আনতে চাইলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দুহাজার চারের লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে চিদম্বরম বলেন, সেসময় বাজপেয়ীকে প্রধানমন্ত্রী প্রার্থী করেও হালে পানি পায়নি বিজেপি। নাম না করেই চিদম্বরমের প্রশ্ন, মোদী কি বাজপেয়ীর থেকেও বড় ফিগার? বিজেপির পাল্টা তোপ, মোদীর জনপ্রিয়তাকে ভয় পেতে শুরু করেছে কংগ্রেস। আডবাণী-সুষমা স্বরাজদের বিরোধিতা। রাজনাথ সিং শিবিরের সঙ্গে সঙ্ঘ পরিবারের ঘনিষ্ঠতা। বিজেপির দাবি, দলের অন্দরের এই অধ্যায়গুলো পেরিয়েই এসেছেন তারা। কিন্তু, বিরোধী শিবিরের সেই দ্বন্দ্বকেই ভোটের ময়দানে হাতিয়ার করতে মরিয়া কংগ্রেস। দলের সেই স্ট্র্যাজিকে সামনে আনলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
শুধু বাজপেয়ীর সঙ্গে তুলনা করেই থেমে থাকেননি চিদম্বরম। নেতৃত্বের ফাটলে মোদী কতটা পলেস্তারা লাগাতে পেরেছেন, তুলেছেন সেই প্রশ্নও। আর এতেই বেজায় চটেছে বিজেপি।
সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। লোকসভা নির্বাচনের আগে সেখানেই সম্ভবত লিটমাস টেস্টটা সেরে নিতে চাইছে দুই শিবির। কিন্তু, মোদীর জনপ্রিয়তা কি সত্যিই ভাবাতে শুরু করেছে কংগ্রেসকে? উত্তরটা এড়াতে অবশ্য মোদী বিরোধিতায় গুজরাট হিংসাকেই আবারও আস্তিন থেকে বার করার তোড়জোড় শুরু করে দিয়েছে হাইকমান্ড।
First Published: Tuesday, October 8, 2013, 20:35