Chief minister blast recover

মুখ্যমন্ত্রীর যাত্রাপথে বোমা, প্রশ্নে নিরাপত্তা

মুখ্যমন্ত্রীর যাত্রাপথে বোমা উদ্ধার। তা থেকে বিবাদ। তৃণমূলের হিংসার কোপে প্রাণ গেল সিপিআইএম কর্মীর। ঘটনায় ৮ তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়।

বীরভূমে মুখ্যমন্ত্রীর যাত্রাপথে উদ্ধার হয়েছে বিস্ফোরক। তৃণমূলের স্থানীয় নেতা কর্মীদের এই দাবির পরেই উত্তপ্ত হয়ে ওঠে পার্শ্ববর্তী এলাকা। কাছেই হারাইপুর গ্রামে চড়াও হন তৃণমূল কর্মী-সমর্থকরা। ভাঙচুর করা হয় সিপিআইএম কর্মী-সমর্থকদের বাড়ি। পরে মুখ্যমন্ত্রীর সভা শেষে বিকেলে ফের হারাইপুর গ্রামে হামলা চলে।

অভিযোগ, সেসময়েই শেখ হীরালাল নামে এক সিপিআইএম কর্মীর মাথায় টাঙির কোপ মারা হয়। গুরুতর আহত শেখ হীরালালকে প্রথমে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার সময় পথেই মৃত্যু হয় শেখ হীরালালের। ঘটনায় তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব।

মালদায় হোটেলের ঘরে আগুন লাগার পর এবার বীরভূমে মুখ্যমন্ত্রীর যাত্রাপথে উদ্ধার হল বিস্ফোরক নির্বাচনের আগে বারবার মুখ্যমন্ত্রী নিরাপত্তায় কীভাবে খামতি থেকে যাচ্ছে তানিয়ে উঠছে প্রশ্ন।

First Published: Saturday, April 19, 2014, 10:22


comments powered by Disqus