Last Updated: September 11, 2012 12:04

ডেঙ্গি মোকাবিলায় আজ মহাকরণে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী। কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ও মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষকে ডেকে পাঠিয়ে ছিলেন তিনি। বৃষ্টি বাড়ায় ডেঙ্গির প্রকোপ কিছুটা কমলেও মৃত্যুর মিছিল এখনও অব্যাহত। রাজ্য সরকার হাওড়া পুরসভার বিরুদ্ধে তোপ দাগলেও ডেঙ্গিতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে কলকাতা পুর এলাকায়।
ডেঙ্গি নিয়ে ভুল তথ্য দেওয়ায় গতকাল মেয়র শোভন চট্টোপাধ্যায়কে কার্যত তিরস্কার করেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে আজ ফের মেয়রকে বৈঠকে ডাকেন তিনি।
সোমবারও কলকাতায় ডেঙ্গিতে তিনজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭। কলকাতায় মৃতের সংখ্যা ২৭।
সরকারি হিসেব বলছে, এসএস-ওয়ান অ্যান্টিজেন রিপোর্ট অনুযায়ী রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৯৪। কলকাতা ও উত্তর চব্বিশ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২ হাজার ৪৮২ এবং ৫৯২ জন।
First Published: Tuesday, September 11, 2012, 15:05