Last Updated: May 31, 2014 16:13
২৪ ঘণ্টার খবরের জের। অবশেষে খোঁজ মিলল জলপাইগুড়ির বিক্রি হয়ে যাওয়া সদ্যোজাতের। জলপাইগুড়ির টিবি হাসপাতাল পাড়ায় সদ্যোজাতটিকে কিনে নেন এক নিঃসন্তান দম্পতি।
গতকাল চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে মাত্র ১৩ হাজার টাকায় নিজের সদ্যোজাতকে বিক্রি করে দেন গৌরী দাস। ২৪ ঘণ্টায় এই খবর সম্প্রচারের পর নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনার তদন্তের নির্দেশ দেন জেলাশাসক।
First Published: Saturday, May 31, 2014, 16:13