শিশুর শ্লীলতাহানির অভিযোগ করতে গিয়ে পুলিসের হাতে মার খেলেন অভিযোগকারী

শিশুর শ্লীলতাহানির অভিযোগ করতে গিয়ে পুলিসের হাতে মার খেলেন অভিযোগকারী

Tag:  Child abuse Police
শিশুর শ্লীলতাহানির অভিযোগ করতে গিয়ে পুলিসের হাতে মার খেলেন অভিযোগকারী ফের অমানবিক আচরণের অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। শিশুকন্যার শ্লীলতাহানিতে ধৃত অভিযুক্তের শাস্তি দাবি করায়  কালীঘাট থানায় বেধড়ক মার খেলেন অভিযোগকারী এক চিত্রপরিচালক। ফুটপাথবাসী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ থেকেই ঘটনার সূত্রপাত। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিস শিশুটির মেডিক্যাল টেস্ট করায়। কিন্তু ধর্ষণের প্রমাণ না মেলায় পুলিস শ্লীলতাহানির মামলায় স্থানীয় যুবক রাজা রাওকে গ্রেফতার করে।  

শিশুটির মা পরিচারিকার কাজ করেন মলয় রায় নামে এক চিত্র পরিচালকের বাড়িতে। মলয়বাবু কালীঘাট থানায় গিয়ে অভিযুক্তের শাস্তি দাবি করেন। অভিযোগ, তাঁকে প্রচণ্ড মারধর করেন কালীঘাট থানার ওসি। মারধর করেন অন্যান্য পুলিসকর্মীরাও। অভিযোগ জানাতে আসায় কেন তাঁকে নিগ্রহ করা হল সে নিয়ে মুখ খোলেনি পুলিস।

First Published: Thursday, November 15, 2012, 22:30


comments powered by Disqus